ঋতুর পালাক্রমে
শীত যে এলো কাছে,
কনকনে তার শীতের হাওয়ায়
প্রাণ কেমনে বাঁচে!
সাত সকালে শীষের ডগায়
শিশির বিন্দুর খেলা,
ঝলমলানো রুপ যেন তার
মনি, মুক্তার মেলা।
সকালের মিষ্টি রোদে
শীত তাড়ানোর পালা,
শীত যেন তবু চাই না যেতে
দেয় যে আরো জ্বালা।
দাদু ভাই তার শরীরটাকে
রোদে দিল এলিয়ে,
কাঁপন তোলা দাঁতের শব্দে
ছন্দ যাচ্ছে মিলিয়ে।
সকাল বেলার পান্তা ভাত আর
সাথে ইলিশ ভাজা,
উঠোনেতে বসে খেতে
লাগে কি যে মজা!
সাঁঝের বেলায় গাছিরা সব
গাছ কাটিতে যায়
সকাল বেলা বসে সবাই
রসের পিঠা খায়।