শিখর নেই?
নেই কি শিখরের প্রতি কোনো টান?
মাতৃজটরে জন্ম নই?
তাই বুঝি জননীর প্রতি নেই মমতার বান!!
অপাংক্তেয়!!
সব কি অপাংক্তেয় মনে হয়??
ভূত নেই!ভবিষ্যৎ নেই!
অতীত যা ছিল তা অস্তরাগে বিলীন,
চিন্তা-চেতনায় পড়েছে ভাটা,
সবে তে আজ বড্ড ভাবলেশহীন!
খুব সহজ ভুলে যাওয়া? ভুলে থাকা?
জানি সহজ নয়,
যুদ্ধ চলে অবিরত মনের সঙ্গে।
অহেতুক আত্মিক সাংঘর্ষিকতায়
জাগে দ্বিধা, গ্লানি, ক্ষোভ, অহমিকা।
হন্তারক মন একদিন সব হারিয়ে হয় নি:স্ব, একা।
মন টা কে হালকা হতে দেওয়া কি উত্তম নই??
হাড়, অস্থি মজ্জায় ছাওয়া এই দেহে
হৃদপিন্ডটায় শুধু টিকটিক বাজে,
আবেগ- বিবেক আর কাজ করে না,
হৃদয়ের লেনাদেনা বন্ধ হলো কোন লাজে?
বুকের পাজর ভেংগে চৌচির
চোখের কোণে অস্থিরতার নীর,
হৃদয় জুড়ে ডুবে যাওয়া বুদবুদ
কুড়ে কুড়ে মরা কি অসহায়, কি অদ্ভুত, !!!
অন্ধগহ্বরের নিকষ কালো,
কাকে রেখেছে ভালো, কবে? কখন?
জীবনের তাগিদেই জীবন,
বড় বেশি প্রয়োজন।
মন্দের পথ সংহারক,
অন্ধের পথ দুরতিক্রম্য
বিশ্বাসে বিলীন ভালো,
পিছু হটার নেই উপায়,
চাই আলো, শুধু আলো।।