পতনের পূর্বে আমি
ছড়াবো আলোর রশ্মি,
আমি যে দূর আকাশের ধ্রুব তারা ।
আমি যে পড়ার আগে
ছুঁয়ে যায় বিজয় চিহ্ন ,
আমি যে রেইসের দৌড়ে পাগলা ঘোড়া ।
ঝরে পড়ার আগে আমি
ছড়াবো ফুলের সুরোভি,
আমি যে সাঁঝের বেলার সন্ধ্যা মালতি ।
পুড়ে ছাই হওয়ার আগে
ছড়িয়ে যায় পবিত্রতা ,
আমি যে ধুপের ধুঁয়ায় সন্ধ্যা আরতি ।
বশীভূত হওয়ার আগে
আমি ভস্ম করি সব ,
আমি যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ।
ভেসে যাওয়ার আগে আমি
ভাসিয়ে নিই সব কিছু,
আমি যে বাদল দিনের উত্তাল জলোচ্ছাস ।