জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো,
কর্ম দিয়েই ছড়াক সবাই মানবতার আলো।
কর্ম দিয়ে হোক পরিচয়,ধর্ম দিয়ে নয়,
ধর্ম সে তো জন্মগত, কর্মের হোক জয়।
ধর্ম করে বুকে ধারণ, কর্ম কে করি বরণ,
ধর্ম দিয়ে জীবন গঠন, কর্মে হোক জীবন যাপন।
কর্মে বয়ে আসুক চির শান্তি, চির কল্যান,
ধর্মের সংঘাত হোক উৎকাত, কর্মে বাঁচুক লক্ষ প্রাণ।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবার সবাই ছাড়,
কর্ম দিয়ে চল সবাই জীবনে হয় বড়।
কর্ম দিয়ে চিনুক সবাই,ধর্ম থাকুক পরিপাটি,
কর্মই হোক সবার,পরিচয়ের মাপকাঠি।