নিঃসংকোচে করা যায় কত শত আবদার
কত শত বকুনি ভুলে গিয়ে সব তার,
ফিরে যায় বারবার,ফিরে পাওয়া বারবার।
মেনে নিয়ে সব নিষেধ, অনুশাসন বুকে ঝাপিয়ে পড়ি তার।
নিরুত্তাপ জীবনে আমার
তুমি এনে দাও সূর্যের তেজদ্বীপ্ততা,
নড়বড়ে ভিত শক্ত করতে তুমি দাও সাহস
তুমি আমার পিতা।
হেরে গিয়েও বার বার এগিয়ে যায়
তোমার উৎসাহে, তোমার প্রেরণায়।
তুমি মহিরুহ, তুমি দাও শীতল ছায়া,
শান্ত হয় হৃদয় এসে তোমার ছোঁয়ায়।
হোচট খেতে খেতে আবার উঠে দাঁড়ায়
এখন আমি সারা দিনমান দৌঁড়ায়,
তোমার মত এখন আমার ঘামে ভেজা জামা
আপন গায়ে শুকায়,তবু দৌঁড়ায়।
তুমি হিমালয়ের মত অটল
শীতল তোমার হৃদয়,
তুমি এভারেস্টের মত উঁচু
কখন ও মাথা নোয়াবার নয়।
তুমি মরুর বুকে তপ্ত রোদে
বুক পেতে দাও হেসে,
যত ঝড় বয়ে যাক, যাক
তবু,পরম মমতায় আগলে রাখ, রাখ ভালবেসে।
তুমি ছুট সারাদিন, ভাব লেশহীন
সুখে রাখা চাই ভালবাসার ধন,
তোমার মত শিখছি বাবা
ভাল রাখতে আপন জন।
করেছ পূরণ যত বায়না লুকিয়ে শত কষ্ট,
ভেবেছ তোমার বুকের মানিক
কোন ভাবে যেন না হয় পথভ্রষ্ট।
বাবার মত আমিও আজ বাবা হয়েছি
বাবা,বাবা শব্দে পিতৃত্বের স্বাদ পেয়েছি।
তোমার শিক্ষা দিচ্ছে দীক্ষা
দেখায় আমায় আলোর দিশা,
তোমার আশিস আছে আমার মাথার পরে
জানি,কেটে যাবে যতই আসুক অমানিশা।