"মা" এই যে এক তন্দ্রাবিহীন শব্দ
তাহা চলে আসছে ধরে কত না অব্দ.
"মা" মানেই তো ধরিত্রীনি , গর্বধারিণীও বটে
সে যাহা বলেন কিছু না কিছু রটে।
হয় সে মনমোহিনী
কত বিচিত্র সে,
দেখতে পাওয়া যায় তাকে
নান রূপে বিচিত্ররূপিণী।
কখনো সে হয় সন্তানবাৎসল্য
সন্তানের সুখে হয় সে উৎপুল্ল,
সন্তানের জন্য যদি দিতে হয় নিজ জীবন
পানিতে ভাসে না তাদের দু'নয়ন ।
আবার আনন্দের অশ্রু আসে
আঁখির প্রান্ত পেরিয়ে এক কোণে,
সন্তানের খুশি দেখে
আনন্দের বয়ে যায় তার মনে।
সে হয় খুব স্বামী পরায়না
শত বঞ্চনা সহ্য করে যায়
হয়ে সকল সমান নয়না ,
ভাবে না তো সে নিজে হতে সুখী
অন্যকে বানিয়ে দুঃখী ,
তাই তার গুণগান গায়
সকল সময় তার আশীর্বাদ চেয়ে যায় ।