স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সাথে কিছু দীর্ঘশ্বাস,
নিঃশব্দে মনের অজান্তে,
অনিচ্ছাসত্ত্বে অন্তরীণ হয় এই মহাশূন্যে।
উত্তপ্ত হয় চারপাশ,
মন  বিচলিত হয়,
তবু হয় না প্রকাশ।


কত কিছু নীরবে চলে যায়,
হারায় স্মৃতির গহব্বরে,
জানি কিচ্ছু ফিরে আসে না,
মুখ থেকে নিঃসৃত বাক্যবান।
কখনো কখনো সমরাস্ত্র থেকেও ভয়াবহ।
ধ্বংস অনিবার্য,  সব কিছুর হয় অবসান।

ইট বা বরফ ভাংগার শব্দের ন্যায়
তুমুল আলোড়ন উঠে,
ছন্ধহীন আঘাতে চূর্ণবিচূর্ণ হয় মনের দেওয়াল।
লাশেরও ময়না তদন্ত হয়।
কিন্তু এই জীবন্মৃত লাশের খবর ও রাখে না কেউ।
সব কিছুর মাঝেও, জীবন বড্ড একা,
এই যেন বেঁচে থাকার নিমিত্তে শুধুই বেঁচে থাকা।।