জোয়ারের ছোটে
বড় বড় ঢেউ উঠে ,
আঘাতে ভাঙে তীর
নড়বড়ে হয় নীড় ।

ভাটা পড়ে গেলে
মাটি পড়ে হেলে ,
কত মানুষের সম্বল
চলে যায় দূরদিগন্তে,
বিলীন হয়ে যায় কালের গর্ভে
আশা থাকে তবু বুকে
পাওয়া যাবে কিছু ওপারের অন্তে ।

জোয়ারের আঘাতে শুরু হয় পাড় ভাঙা
ওপারেতে চর পড়ে  তৈরী হয় ডাঙ্গা।
এক পাড়ের মানুষের দুঃখের কান্না
অন্য পাড়ের মানুষের খুশির বন্যা ।

জোয়ার ভাটা থাকে আমাদের জীবনে
তীর ভাঙা ঢেউ তোলা নদীর মতনে.
তবুও মোরা স্বপ্ন দেখি
প্রকৃতির আছে কত কিছু শিখি ।
----------------------------------

রচনা কাল: ৩রা আগস্ট ২০০৩ যখন আমি এইচ এস সি তে পড়ি।