একজন আমার হৃদয় হলে
অন্য জন তার স্পন্দন,
তোদের নিয়ে যত কান্না হাসি
তোদের নিয়েই আমার বাঁচন,মরণ।

তোদের জন্যই আমার নতুন পরিচয়
তোরাই স্রষ্টার দেওয়া সেরা উপহার,
তোদের ঘিরে স্বপ্ন  আমার
লক্ষ্য, হাজার বছর বাঁচার।

প্রার্থনা করি স্রষ্টার কাছে
হবি তোরা ভাল মানুষ,
কর্মে তোরা ছড়াবি আলো
মর্মে বাজিবে মানবিকতার সুর।

চলার পথে হাজার বাঁধা
যাস ডিঙিয়ে ধৈর্য্য ধরে,
জেতার নেশায় সামনে চলিস
কিন্তু,হারটাকেও নিস বরণ করে।

সুখের ছোঁয়ায় যাসনে ভুলে
দু:খ যে এক পরশ পাথর।
বাঁচিস তোরা উচ্চ শিরে,
তবে, পা থাকে যেন মাটির উপর।

দীর্ঘায়ু করুক বিধাতা তোদের
হবি তোরা জ্ঞানে পূর্ণ,
জন্ম তোদের স্বার্থক হোক
জীবন হোক তোদের ধন্য।
...........................
আমার ৫০তম কবিতাটি আমার দুই সন্তানের জন্য উৎসর্গ  করলাম। ওদের একজনের নাম হৃদ অন্য জনের নাম স্পন্দন। সবাই ওদের জন্য আশীর্বাদ  করবেন।