কিছু এলোমেলো উদ্ভ্রান্ত শব্দরা, মনের গহীনে দিকেবেদিক ছুটে,
মন্দিরের ঘন্টার মত থেমে থেমে আলোড়ন উঠে,
ইচ্ছেরা অর্থহীন,বোবা ঠোঁটে অস্পষ্ট বাক্যসব
প্রেমের ঘোড়া নতজানু হয়ে ভুমিতে লুটে।


মরচে ধরা স্বপ্ন যত, মনের মত সাজায় আনমনে,
আলগোছে রাখি, প্রিয়তমার আলগা খোপায়।
ছুঁতে গিয়ে এলোমেলো তার চুলের ভাজে
আমার ইচ্ছেদের প্যাঁচ লেগে যায়।


আমি অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারের ভীড়ে
খুঁজে ফিরি একখানি ভরা চাঁদ,
আমি স্বার্থান্বেষি একদল মানুষের মাঝে
খুঁজি একজোড়া বিশ্বাসী হাত।।

আমি ভুলে যায়, জোড়া হাতে তার ঘোটা দশেক তীক্ষ্ম নখ,
বসাতে পারে বিশ্রী, কদর্য  আঁচড়,
তবু আমি বুক ভরা বিশ্বাসে বাড়ায়  হাত
স্রোতস্বিনী নদীর মত, গড়িয়ে যাক রক্ত স্রোত।