এখনিই চলে যাবে? যাও!
এখন জীবনে আমার ঘন ঘোর অন্ধকার।
নামবে যখন তখন কাল বৈশাখী ঝড়।
পারবে না সইতে।
তুমি ফিরে যাও, আবার এসো
কোন ফাল্গুনী পূর্ণিমা রাতে ।
আমি দাঁড়িয়ে রব রক্তাক্ত লাল গোলাপ হাতে।
তুমি ফিরে যাও!!
আর অপেক্ষায় থেক সুসময়ের জন্য।
এখন সময় বড় অসময়ে নিমজ্জিত,
আবার এসো তুমি যখন আসবে বসন্ত।
বসন্তের কোকিল হয়ে।
এই দু:সময় শুধু আমার,
এখন সময় একা হাঁটার,
শত ব্যথা বুকে নিয়ে বুক চিতিয়ে চলার,
ভাল থেক তুমি,
ফিরে এসো আবার প্রবঞ্চিত হয়ে সব পারাপার।
যখন বুঝিতে পারিবে,
তোমার কেউ একজন ছিল সব ব্যথা ভুলাইবার,
যখন দেখিবে সুবাতাস বইছে এখানে
ফিরে এসো তখন, ফিরাবো না আর।