প্রেমের শুরু দুইটি নামে
বন্ধি থাকে একটি খামে।
থাকে প্রেরক, থাকে প্রাপক
থাকে খামের অন্তপুরে, হাজার সুখ দু:খের কথাকথক।

তারপর, গুধোলি যেমন সন্ধ্যায় রঙ বদলায়
ভালোবাসার ও থাকে নানান দৃশ্যপট,
থাকে নানান অধ্যায়।


ভালোবাসার প্রতিটি মুহূর্ত
সে তো এক একটি অনুচ্ছেদ,
কারো কপালে থাকে শুধুই প্রেম
কারো থাকে আবার বিচ্ছেদ।

সূর্য উঠে অস্ত যায়
কঠিন প্রেমও একটা সময় ফিকে হয়ে যায়,
ছকে বাঁধা নিয়ম
সাধ্য কার তা পাল্টাই?

অমাবস্যার আঁধার  কেটে আসে পূর্ণিমা
মাঝে মাঝে হারানো প্রেম ও
ফিরে পায় তার স্বমহিমা।

নদী তার গতিপথ ঠিক করে আপন ধাঁরায়
ভালোবাসা সে তো খুব নমনীয়,
ইচ্ছে হলেই বদলায়।