আজি পত্র পল্লবে শোভা উঠেছে জাগিয়া
পেয়ে নব বরষার ছোঁয়া,
আজি সবুজে সবুজে তারণ্য
তাই নেচে যায় মোর হিয়া।

আজি গগনে মেঘের আড়ালে
সূর্য্যের লুকোচুরি খেলা ,
আজি ক্ষণে ক্ষণে আলোকছটা
দিয়ে যায় মনে দোলা ।

যখন গ্রীষ্মের গগন ছটা তপ্তদাহে
খাল-বিল মাঠ-ঘাট শুকিয়ে চৌচির ,
আজি বর্ষার প্রথম প্রভাতে
বৃষ্টিতে মন হয়ে উঠে অস্থির ।


আজি বর্ষা এনেছে যেন ধরণীর বুকে সজীবতা
মাঠে ঘাটে ফসলের হাসি ,
আজি গ্রীষ্মের হয়েছে অবসান
তাই রাখালিয়া বাজায় বাঁশি ।

আজি বরষায় ব্যাঙের চিৎকার
যেন প্রিয় হারা বেদনার  আর্তনাদ,
আজি কৃষকের জীবনে এসেছে সুখ
পূরণ হয়েছে স্বপ্ন সাধ ।

আজি  বরষায় খাল বিল সব
পানিতে থৈ থৈ ,
আজি বরষার কোমল শোভাতে
ছোট্ট শিশুরা করে হৈচৈ ।

আজি বরষায় হাসনাহেনা, জুঁই, চামেলী
গন্ধ ছড়িয়ে যায় ,
আজি কদমের রূপমাধুর্য্যে
মন তোমাকে পেতে চাই ।

আজি মেঘলা আকাশের সন্ধ্যাতে
মন যেন আজ খুব চনমনে,
আজি বৃষ্টির রিমিঝিমি শব্দে
মন চাইছে দেখা করি তোমার সনে ।