অস্ফুট, পিন পতন নীরবতায়,
একদা চলত যে দেওয়া নেওয়া হৃদয়ের, শরীরের!
তারো স্থায়িত্ব হয় নাতিদীর্ঘ কাল।
তার অস্তিত্ব হয় খুবই সামান্য মনের কোণে।
সময়ের বিবর্তনে,
হৃদয়ের নির্লিপ্ত আবেশ কেটে যায় একদিন।
আত্মিক সম্পর্কের সকল জট খুলে,
নিস্তেজ বাহ্যিক আবরণ হয়ে পরে আত্মা শূন্য।
হৃৎপিণ্ডের গহীনে,
ভালোবাসার যে অগ্ন্যুৎপাত হত ধাও ধাও করে,
তাও একদা নিভু নিভু, হিমশীতল, বরফাচ্ছন্ন ।
ধমনিতে বয়ে যাওয়া রক্তের স্রোত,
ভাটার টানে দিক হারায়।
শিহরন জাগানিয়া কল্পনাগুলো,
যার অস্তিত্ব জানান দিত প্রতিমুহূর্তে ,
সেই স্নায়ুতন্ত্র আর আন্দোলিত হয় না।
দিগ্বিজয়ীর বেশে,
যে অশ্ব ছুটেছিল দুর্বার গতিতে।
একদিন, তারো লাগাম ঢিমেতালে স্থির হয়ে আসে।
মন্থর হতে হতে, ধীর লয়ে স্তিমিত হয় চলার গতি।
এরপর, হাটুঁঘেরে ভূপাতিত হয় পেশির সকল শক্তি।
কেউ পাশে থাকে না।
........................................