পথে যেতে যেতে যখন দেখি
ফুটপাথের অভুক্ত আমজনতা!
বেঁচে থাকি আমি, ভেবে তাদের কথা!
যখন দেখি ষাটোর্ধ কোন বয়োবৃদ্ধ !
জীবনের প্যাডেল মেরে চলে রিক্সায়,
আমি জীবনে, বাঁচার মানে খুজে পাই।
যখন দেখি ষাট বা ততোধিক বয়সের কোন প্রৌঢ়!
আস্ত বোঝা মাথায় চেপে জীবনের ফেরি করে বেড়ায়,
আমি নিজের জীবনে, বাঁচার মানে খুজে পাই!
যখন দেখি কোন শিশু, কিশোর!
চায়ের দোকানের বাসন মাঝে,
আমি পাই জীবনে, বাঁচার মানে খুজে!
যখন দেখি ছোট্ট দুইটা হাতে!
গাড়ির চাকার স্ক্রু ঘুরাতে,
তখন ভাবি, কত কিছুই না করি জীবনের তাগিদে।
চোখের সামনে যখন দেখি
কোমল দুইটি হাত কি নিধারুন ভাবে কোন পরিবারের স্বপ্নের জাল বুনে,
আমি আবিষ্কার করি, বেঁচে থাকার মানে।
ক্লান্ত দুপুরে যখন দেখি ইট ভাংতে ভাংতে
কোন মাঝ বয়সী মায়ের অধর বেয়ে ঘাম নামে,
আমি খুঁজে পাই, জীবনের মানে।
জীবন কত বিচিত্র অভিজ্ঞতায় ভরা,কত বিচিত্র আমাদের এই ধরা,
বাঁচার তাগিদে আমি খুঁজি সেই সব রসদ,
খুঁজি একমুঠো অনুপ্রেরণা, খুজি শান্তির পরশ।