প্রবাহমান নদীর মতো প্রবাহিত হল অনেক সময়,
তবুও গতিশীল নদীর মতো ঠিক করতে পারলাম না নিজের গতি পথ ,
এই যেন ঠিক উল্টো রথে চলা , স্রোতের বিপরীত ।
বর্ষার ঘন কালো মেঘের মতো
বা শরতের ধবধবে শ্বেত বকের ঝাঁকের মতো
আমার সময় ও উড়ে যায় ।
তবে গন্তব্যহীন সীমানায়।
শুধু আমি রয়ে যায় , স্থির ..
কেন রয়ে গেলাম ?
কেন থাকবো আমি একই স্থানে পড়ে নতজানু হয়ে !
আমিও তো ছুটছিলাম,
নতুন উদ্যমে উসাইন বোল্টের মতো
সময়ের আগে বিদ্যুৎ গতিতে জয়ের হাতছানি মাথায় নিয়ে ।
আমি ও তো ছুটছিলাম
সময়ের সঙ্গে আমার বহুকাঙ্কিত সোনার হরিণ কে ধরবো বলে,
তবে কেন আমার পথ থমকে দাঁড়ায় কোন অজানা কারণে !
কেন আমার গতিপথ নিয়ম করে মন্থর হয়ে আসে ?
তাহলে কি , আমার সব কিছু মোহের আবর্তে ঘূর্ণায়মান !
কি সে কারণ যা আমাকে পশ্চাদপদ হতে বাধ্য করে ?
যা আমাকে হারিয়ে দেয় প্রতি মুহূর্তে !