পুড়ে ছাই !
ছাই চাপা দগদগে অঙ্গার গহীনে ,
খুঁজেছি হৃদয় সেথা অতি সন্তোর্পনে ।

খুঁজতে গিয়ে!
পুড়েছে হস্ত,ব্যর্থ চেষ্টা ,ব্যথাই সার আপাদমস্তক,
ফিরে এলাম হাতে নিয়ে হৃদয় ক্ষতবিক্ষত ।

যে দহনে !
দগ্ধ হৃদয়,পুড়ে হলো একাকার,  
সে দহনেই খাঁটি হলো মন, সাহস পেল বাঁচার ।

সাহস পেল!
সামনে চলার, সব পিছুটান পশ্চাদে ফেলে,
উত্তপ্ত অঙ্গার হোক শীতল, দিলাম তাতে জল ঢেলে।