রুক্ষ ভুমি, তাতে ফুল ফুটালে তুমি
বিমোহিত চারপাশ সেই ফুলের সৌরভে,
সদা উচ্চ তোমার শির, হে মহামান্য
তুমি চলেছ আপন গৌরবে।
তুমি চলেছ ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে
ছুটেছ তুমি আলো বিলানোর নেশায়,
দিয়েছ তুমি পরার্থে কেবল
চাওয়া পাওয়ার হিসাব কষনি এই পেশায়।
কতটা প্রদীপ জ্বালিয়ে তুমি
কতটুকু আলো পেয়েছ নিজে!
জানি, তাতে তোমার কিচ্ছু যায় আসে না
শুধু অন্যের খুশিতে তোমার আঁখি,
জলে ভিজে।
ভিজেছে ঘামে ললাট তোমার,
উড়েছে গাঁয়ের মেঠো পথের ধুলো দ্বিচক্রযানের ঘর্ষনে।
কর্দমাক্ত পথ কত মাড়িয়েছ তুমি
ভিজে চুপচুপ হয়েছ বরষার ভারী বর্ষণে।
রোদ, বৃষ্টি মাথায় নিয়ে
তুমি দিয়েছ অনেক পথ পাড়ি,
আজ সেই পথের অন্তে এসে
পথের স্মৃতি দিচ্ছে তোমায় নাড়ি।
জানি, এই টান হৃদয় নিংরানো ভালোবাসার,
এই পিছুটান কিছু ছোট্ট আশার প্রদীপ জ্বালিয়ে
নিভে যাওয়ার আতংকে পাহারার।
তোমার শ্রমের মূল্য
হয় কি কোন কিছুর সাথে তুল্য?
তুমি রবে অন্তরের গহীণে,
অতীব সম্মানে, অতীব যতনে।
---------------------------
আমার এক শিক্ষক দাদার অবসরে যাওয়ার দিনে উনা কে ডেডিকেট করে আমার এই নিবেদন।