এই আকাশ ভরা তারা,
আমাই দিচ্ছে পাহারা,
নিকষকালো রাতে
তাই স্বপ্নরা দিশেহারা।
আমি ভিজছি দুঃস্বপ্নের ঝড়ে
আমার কপাল ভিজে ঘামে,
আমার ইচ্ছে ছিল যত
উড়িয়ে দিলাম, সুখ নামের খামে।
কুড়িয়ে তুমি নিও
সুখ গুলো সব আমার,
আর হাত বাড়িয়ে দিও
আমার সময় হলে যাবার!!
জানি পিচু হটে যাবে
সব মিথ্যে এই সংসারে,
ভালোবাসা বলে কিচ্ছু নেই
সবাই শুধু অভিনয়টুকু করে।
তুমিও জাত অভিনেতা
জিততে পারবে অস্কার,
চালিয়ে যাও এই অভিনয়
আমার অনেক বাকি শিখার।
শিখতে গিয়ে দেখি
লাভ কিছু নেই ঠকিয়ে,
আখেরি সব ক্ষতি
মূল্যবোধ টুকু বিকিয়ে।