মনে পড়ে গ্রামটি আমার যেথায় উঠলাম বেড়ে
গলিপথে চলার সময় গাইতাম গলা ছেড়ে,
নদী ছিল, পুকুর ছিল আরো ছিল খেলার মাঠ
কোলাহলে মুখর ছিল নৌ - পারাপারের ঘাট।
গাঁয়ের মানুষ সরল ছিল থাকত মিলেমিশে
কৃষকের স্বপ্নগুলো খেলতো ধানের শীষে,
হিংসা-বিদ্বেষ ছিলনা তাই আনন্দে কাটত ক্ষণ
বাঁশের তৈরি বাড়ি-ঘর আর ছাউনি ছিল শন।
নানান রঙের ফল-ফলাদি থাকত গাছে গাছে
পুকুরগুলো ভরা ছিল নানান স্বাদের মাছে,
বাঁশঝাড়ে পাখ-পাখালির মন জুড়ানো গান
চলার পথে হৃদয় মাঝে আনত খুশির বান।
নদীর তীরে পানের বরজ ছিল সারি সারি
চরের বুকে মিষ্টি আলু হতো কাড়ি কাড়ি,
অতি বর্ষায় ডুবত গ্রাম জমত পলি মাঠে
ডিঙি নৌকা চলত তখন গাঁয়ের বাটে।
##