সুখের তরে হন্য হয়ে ঘুরছি সবাই ভূবণ মাঝে
বিরামহীন ছুটে চলি সকাল-সাঁঝে,
শহর-বন্দর, অলি-গলি কত জায়গায় খুঁজি
কত কঠিন এই জগতে রুটি-রুজি!

কত জনে কত ফন্দি নিত্য করে এই সংসারে
কতক আবার চালায় জীবন মিথ্যাচারে,
সঠিক পথে পরিক্রমা একটুখানি কঠিন বটে
তাই বলে কি যেতে হবে মিথ্যে তটে!

সফলতা খুঁজি সবাই চাই যে হতে সুখি
চায়না কেউ জীবন হোক ব্যর্থ - দুখি,
তবু কিন্তু চলার পথে আসে নানান ভুগান্তি
ধৈর্য ধরলে পাওয়া যায় প্রশান্তি।

সুখের পিছে ছুটতে গিয়ে হারিয়ে ফেলি শান্তি
চিন্তা-চেতনায় রয়েছে মোদের ভ্রান্তি,
সহজ করে যদি নিতে পারি জীবনের দর্শন
সংসারে হতে পারে শান্তির বর্ষণ।
##
সৌদি আরব
৩০/০৮/২০২১