রঙের মেলায় মত্ত হয়ে কাটছে তোমার বেলা
কিনে নাও সওদা যত ভাঙবে ভবের মেলা।
সময় হলে যেতে হবে মিছে হবে এই ভুবন
সকল কিছুর হিসেব হবে  রইবেনা যে গোপন।

যতই থাকুক সহায়-সম্পদ যতই হোক প্রতিপত্তি
শেষ বিদায়ে যাবেনা সাথে কোন কিছুর একরত্তি।
কীসের নেশায় বিভোর হয়ে ভুলে থাকো সব
প্রাণপাখি উড়ে গেলে মুল্যহীন রক্ত মাংসের শব।

কত কিছু দিয়ে তোমায় পাঠালেন ধরনী তলে
কেমন করে চলবে তুমি তাও দিয়েছেন বলে।
সত্য-সুন্দর ছেড়ে তবু কেন চল কদর্য পথে
ক্ষণিক মোহে জীবনকে সঁপিওনা ভ্রান্ত মতে।
##