মাঝ দরিয়ায় দিলাম ঝাঁপ
সাঁতার নাহি জানি
ঐ পাড়ে মোর বসত বাড়ি
ছোট্ট কবর খানি।
কবর নামক মাটির ঘরে
থাকতে হবে একা
কর্ম মতেই পাবে সেথা
সুখ-দুখেরই দেখা।
আলোক বিহীন ঐ কবরে
মাটি হবে বিছানা
সোনার অঙ্গ পোকায় খাবে
শুনবে না'তো মানা।
যোগাড় করো সম্বল তুমি
রইতে ঐ কবরে
জীবন মোদের গড়তে হবে
ধৈর্য আর সবরে।
ঐ দেশেতে গেছেন যারা
কেউ ফেরেনি তারা
আপনি আমি সবাই যাবো
যখন যাবো মারা।
যোগাযোগের নেই যে উপায়
জানতে কারো কুশল
ভোগ করবে কর্মফলের
সুফল কিংবা কুফল।
হাতে মোদের সময় কম
যেতেই হবে বাড়ি
সৎ কর্মের টিকেট দিয়ে
পার হবো যে ফাঁড়ি।