মানুষ নামের মানুষ দেখি
খুলি যখন আঁখি,
আসলেই কী মানুষ সবায়
নাকি অলীক ফাঁকি!
মানুষ রূপের মিছে ফানুস
দেখছি চারিপাশে,
আসল নকল যায়না বুঝা
তাকাই যখন পাশে।
মানুষ চেনা নয়তো সোজা
খুবই কঠিন কাজ,
স্বার্থ নিয়েই ভাবছে সবায়
নেই যে কোন লাজ।
মনুষ্যহীন মানব কায়ায়
হয় না কভু মানুষ,
পশুর সাথে তুল্য তারাই
থাক না যতোই হুশ!
ভালো খারাপ তফাৎ যাদের
নেই যে বিবেচনায়,
মানুষ নামে কলঙ্ক তারা
বিবেকবোধও নাই।
নানান রঙের মুখোশ পরে
ঘুরছে কতো জন,
দেখতে সবাই মানুষ বটে
নেই যে মানবমন।