ঐ দেখা যায় কর্ণফুলী
সারি সারি নাও
নদীর তীরেই আমার বাড়ি
ওটাই আমার গাঁও।

নদীর বুকে চর জেগেছে
রাশি রাশি বালু
চাষীরা সব করে সেথায়
গোল-মিষ্টি আলু।

চাঁদনী রাতে নদীর তীরে
আড্ডা চলে মাতিয়ে
ঝিরঝির হাওয়ায় তখন
মনটা যায় জুড়িয়ে।

বিলে ঝিলে কই পুটি
দীঘির জলে শাপলা
রাস্তার ধারে মিলে আরো
দূর্বাঘাস আর বাবলা।

গাছে গাছে পাখ-পাখালি
বছর জুড়ে থাকে
সন্ধ্যা যখন ঘনিয়ে আসে
কিচির-মিচির ডাকে।

রাত নিশীতে গাঁয়ের পথে
জ্বলে জোনাক পোকা
চলার পথে মনের ভূতে
দেয় কখনও ধোঁকা।

গ্রামের মানুষ সহজ সরল
নেইতো কোন বিভেদ
সুখে দুখে সারাটি বছর
সম্পর্ক অবিচ্ছেদ।

আমার গাঁয়ে আসবে বন্ধু
রইলো তোমার দাওয়াত
আপন করে নেবে সবাই
বাড়িয়ে দেবে দু’হাত।

বেঁচে থাকুক গ্রামটি আমার
হাজার বছর ধরে
যেথায় থাকি মনটি শুধু
গ্রামেই পড়ে থাকে।