আমি এখন চেয়ারম্যান প্রার্থী
ভোট চাই সবার
মার্কা আমার জানেন সবাই
বলার নেই দরকার।
সরকার আমার সদয় আছে
নেই মনে ভয়
জনগন যেথায় মারুক ভোট
আমার হবে জয়।
অনেক গুনে গুনান্বিত আমি
দলের সবাই জানে
পার্টির স্বার্থে দু’একটি খুন
করেছি অনেকখানে।
খুনি সন্ত্রাসী যে যাই বলুক
মনটা নয়তো কালো
এলাকার মানুষ ভয় পেলেও
আমি কিন্তু ভালো।
যেভাবেই হোক নেব ভোট
ধরবো হাত-পা
ভোট তরণি পার হলেই
বলবো টা-টা।
ভোট গণনার আগে থেকে
জানা যায় ফলাফল
পেশী শক্তির আওতায় থাকে
ভোট কেন্দ্র দখল।
ভোটাররা সব লাইনে থাকে
দিবে বলে ভোট
ভোটের বাক্স পায়না নাগাল
মনে লাগে চোট।
নির্বাচন যে ওয়াশ মেশিন
ময়লা হবে সাফ
বদনাম সব ঘুছবে আমার
মামলা হবে মাফ।