কেমন করে কী হয়েছে
সবি তুমি জানো
তবু কেন বারে বারে
মিথ্যে অভিযোগ আনো।

চেয়েছিলাম দিতে খোঁপায়
হলুদ গাঁদা ফুল
না নিয়ে যে করলে তুমি
মস্ত বড় ভুল!

এখন তুমি বুঝতে পারো
দোষটি ছিল কার
ক্ষমা চাইলেই সবকিছুতে
পাবেনা যে পার।

সহায় সম্পদ ছিলনা বলে
করলে আমায় হেলা
আমায় নিয়ে খেলেছো তুমি
নিঠুর এক খেলা।

তুমি যেমন আমায় ছাড়া
খুঁজো স্বপ্ন সুখ
আমিও তেমন খুঁজে নেবো
নতুন কোন মুখ।