অকস্মাৎ একদিন যাব চলে মায়ার ভুবন ছেড়ে
হবেনা দেখা আর আলোকিত ভোর,
নামাজের তরে পারবনা যেথে আর মসজিদ পানে
হবেনা শোনা মুয়াজ্জিনের আজানের সুর।
কচু পাতার পানি যেমন টুপ করে যায় পড়ে
জীবনটাও তেমনি করে যাবে চলে,
অসমাপ্ত কাজ, অপূর্ণ স্বপ্ন আর সহস্র পরিকল্পনা
কত কিছুই যাওয়া হবেনা বলে।
বালুচরে বাঁধা ঘর যেমনি জোয়ারে যায় মিটে
প্রাণপাখি তেমনি করে যাবে উড়ে,
মায়ার সকল বাঁধন যাবে ছিড়ে এক নিমিষেই
পাড়ি দিব অচিন পথে অনেক দূরে!
##