মিছে কোলাহলে কেটে যায় সারাবেলা
ভাবি কত কিছু লয়ে,
আসল ভাবনা আসে না মন-মন্দিরে
অমূল্য জীবন যায় বয়ে।
ধরণীর অবারিত এই সুশোভিত রূপ
বেঁচে থাকার এত আয়োজন,
ভাবি না কেন কভু একাগ্র চিত্তে
সৃজিলেন এসব কোন মহাজন!
ভেবে দেখ নভোমণ্ডল আর ভূমণ্ডল নিয়ে
কত বিস্ময়ে ভরা সৃষ্টি নৈপুণ্য,
মাথার উপর সুশোভিত নীল শামিয়ানা
অন্তহীন রহস্যে ভরা মহাশূণ্য!
আসমান জমিনের সৃষ্টি, ভাষা বর্ণের বৈচিত্রতা
দিন আর রাতের আবর্তন,
তেজস্কর সূর্য আর মোহনীয় জ্যোতির চাঁদ
ভেবে দেখ কীসের নিদর্শন।
কার নির্দেশে নিত্য জাগো নিদ্রা থেকে
কার করুণার আছো বেঁচে,
নত কর মস্তক তোমার তাঁহার তরে
সবকিছু দিলেন যিনি যেচে।
##