কতবার যে আয়না দেখি
দেখি নিজের মুখ,
সুন্দর সুশ্রী গড়ন দেখে
লাগে কত সুখ!
চুল দেখি চেহারা দেখি
দেখি অঙ্গ প্রত্যঙ্গ,
দেখতে দেখতে ভাবি আরো
নানান রকম অনুষঙ্গ।
নাকটা যদি উঁচু হতো
চুলটা ঘন কালো,
চোখ দুটি টানা টানা
লাগতো আরো ভালো।
আয়না দেখে এসব ভাবি
আসল কথা স্মরিণা,
নিজের ভেতর আরেক আমি
চেনার চেষ্টা করিনা।
কাচের দর্পণে সদা তাকাই
দেখি বাহ্যিক আবরণ,
মনের দর্পণে দেখলে তবে
পেতাম আসল বিবরণ।