মন দুয়ারে কড়া নাড়ে
কত শত ভাবনা,
কেমন করে বলি তারে
এসব এবার ছাড়না।
মনের কথায় সব সময়
দিতে নেই সায়,
মনটা বড় জটিল বস্তু
বুঝা বড় দায়!
মনের সাথে প্রজ্ঞা যোগে
করতে হবে কাজ,
মনের কাছে বিকিয়ে গেলে
কপালে পড়বে ভাঁজ।
মনকে নিয়ে সবাই মিলে
করি কত খেলা,
মনের নাইয়ে চড়তে গিয়ে
কাটিয়ে দিই বেলা।
মনকে যদি বুঝতে হয়
বুঝতে হবে মননকে,
মনের চালে বিবেক ঢেলে
জানতে হবে নিজেকে।
সময় থাকতে মনকে যদি
কর তুমি শাসন,
মনটি তোমার সবার মনে
করে নিবে আসন।