ব্যর্থতা যখন তোমাকে ফেলে দেয় হতাশায়
সফলতা তখন মুছকি হাসে দাঁড়িয়ে বারান্দায়,
প্রতিকূলতায় যখন নেমে আসে জীবনে ক্লান্তি
অনুকুল পরিবেশ বলে ভাই আমিই দিব শান্তি।
রাত্রি যত গভীর হয় ভোর আসে তত সন্নিকট
আসে আলো পেরিয়ে কেবল আঁধারের পথ,
দুখের ধারাপাত গুনে গুনে আসে সুখের দিন
বিনা কষ্টে বাজে না কভু সার্থকতার বীণ।
নতুন সৃষ্টির জন্য কিছু ধ্বংস হয় অনিবার্য
প্রতিটি সফলতায় ব্যর্থতার মূল্য অনস্বীকার্য,
বিচলিত হয়োনা যদি দেখ মেঘ আকাশে
মনে রেখ সদা আড়ালে তার সূর্য হাসে।