মাহে রবিউল আউয়াল পাচঁশত সত্তর খ্রিষ্টাব্দ
ঘটে গেল মানব ইতিহাসের বিস্ময়কর ঘটনা!
কেমন যেন বদলে গেল আসমান জমিনের অবস্থা।
সৃষ্টির সকল কিছু অবনত মস্তকে ধরলো স্রষ্টার প্রশংসা গীত
কীসের এই আগমনী বার্তা..
প্রকৃতির মাঝে কেন আজ এত প্রাণচাঞ্চল্য
হঠাৎ কী এমন হলো এই ধরিত্রীর!
পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ জুড়ে কীসের এই আয়োজন
’উম্মুল ক্বোরায়’ কী হতে চলেছে আজ!
মা আমেনার গৃহকোণে অভূতপূর্ব এ কোন নূরের চমক
লতাগুল্মহীন মরুভূমিতে কেন বয়ে চলেছে জান্নাতি সমীরণ।
দুর্ভিক্ষের অবসানান্তে আরবের ঘরে-ঘরে আজ আনন্দের ফল্গুধারা
আসমানী ফিরিশতারা প্রসন্নতায় হয়েছে মাতোয়ারা।
আবরাহার পরাজয় আর সভ্যতার অরুণালোকের আগমন
আরবের ইতিহাসে বছরটির নাম-’সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ’।
অনন্ত কল্যাণ আর মুক্তির পয়গাম নিয়ে কে এলো ঐশ্বরিক ত্রানকর্তা
তবে কি বাস্তবতায় রূপ নিতে চলেছে-
হযরত ইবরাহিম (আঃ)এর দোয়া, হযরত ঈসা (আঃ) এর সুসংবাদ?
কার আলোর বিচ্ছুরণে সিরিয়ার প্রাসাদসমূহ উজ্জ্বল হয়ে উঠিল
কিসরার রাজপ্রাসাদে কেন আজ ভীতিকর কম্পন ধরিল।
ইবলিস কেন করছে আজ বিকট আওয়াজ আর ক্রন্দন,
মানবতার মৃত-উপত্যকায় কে আনিল তবে আজ প্রাণের স্পন্দন।
ফার্সের অগ্নিউপসনালয়ের আগুন নিভে গেছে কোন ইশারায়!
পৃথিবীর সমস্ত মূর্তি লুটিল কেন আজ সিজদায়?
আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবের ঘরে কে এলো আজ
কে এলো আজ মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে,
যার শুভাগমনের সুসংবাদ মুহুর্তেই ছড়িয়ে গেল পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে।
সমুজ্জ্বল আলোকধারায় উদ্ভাসিত চিরসবুজ ও চিরসুন্দর সভ্যতার এ কোন রূপকার
অতুলনীয় সৌন্দর্য্যের সর্বোত্তম চরিত্রের এ কোন মুক্তির দিশারী
তবে কি তিনিই তশরীফ আনিলেন আজি এ ধরায়
মহান আল্লাহ যার ব্যাপারে নবীগণ থেকে নিলেন অঙ্গীকার ,
আসমানে যার নাম আহমদ আর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম।
##