যখন আমার আসবে মরণ
দূরে যাবে আত্মীয় স্বজন,
রবে না কেউ সেদিন আপন
চ্ছিন্ন হবে সকল বাঁধন।
বন্ধ হবে সকল তোষণ
গায়ে উঠবে সাদা ভূষণ,
করবে না কেউ আমায় যতন
ভাববে না আর আগের মতন।
নিথর দেহ রইবে পড়ে
ডাকবে না কেউ নামটি ধরে,
পাড়া পড়শি আসবে ঘরে
শেষ দেখাটি দেখার তরে।
বড়ই পাতার গরম জলে
বিদায় হবো শেষ গোসলে,
’আমার’ বলে থাকবে না কিছু
নেক আমলই যাবে পিছু।
এই পৃথিবীর আলো বাতাস
শ্যামল প্রকৃতি, উদার আকাশ,
কিছুই আমি দেখব না আর
বন্ধ হবে ভবের দ্বার।
দেহের মাপের মাটির ঘরে
থাকতে হবে একা পড়ে,
জানবে না কেউ আমার খবর
কেমন হবে ঐ সফর।
##