ফিকে হওয়া বৃন্তচ্যুত পাতার মতোই
স্বপ্নরা নিত্য ঝরে পড়ে প্রবাসের মরুদ্যানে,
মুঠো মুঠো সুখের আয়োজন তবু নেই প্রশান্তির ছোয়া
ভাবাবেগহীন ভালোবাসায় কেটে যায় জীবনের দোলনকাল
চাহিদার স্তুপ জমে হয় কষ্টের মহীধর।
আকাঙ্ক্ষার সীমারেখা ছুঁতে গিয়ে হয়ে উঠি আজ্ঞাবাহী যন্ত্রমানব
সমঝোতার প্রাবল্যতায় ভোঁতা হয় নিজস্ব অনুভূতি
সময়ের গল্প চাপা পড়ে বাস্তবতার ধূলিতে
জীবন তবু এগোতে থাকে জীবনের গলিতে!
##