বিদায় হে তাওরাত, যবুর, ইনজিল ও কোরানের মাস
তোমার আগমনে মুসলিম হৃদয় ছিল পুলকিত উল্লাস,
এনেছিলে তুমি রহমত, মাগফেরাত, নাজাতের সওগাত
বান্দার তরে অবারিত ছিল মহান রবের করুনার প্রপাত।
বিদায় হে ইফতার, সেহেরি ও তারাবিহ’র মাস
কোরানের সুর মূর্ছনায় আবেশিত ছিল চারিপাশ,
বন্ধ জাহান্নামের দরজা আর বন্দি ছিল শয়তান
সিয়াম সাধনায় মগ্ন ছিল যত মুমিন মুসলমান।
বিদায় হে বদর, তাবুক, কাদেসিয়া যুদ্ধের মাস
ভুলেছে মুসলমান ইসলামের সোনালি ইতিহাস,
সুদৃঢ় ঈমানি চেতনা আর ইস্পাত কঠিন মনোবল
জিহাদের ময়দানে মুজাহিদ বাহিনীর মূল সম্বল।
বিদায় হে মক্কা আর স্পেন বিজয়ের ঐতিহাসিক মাস
তুমি শাণিত কর মোদের ঈমানি চেতনা আর বিশ্বাস,
মাহে রমজানের শিক্ষায় সাজাতে হবে নিজ জীবন
করতে হবে আত্মশুদ্ধি আর সত্যনিষ্ঠার অনুশীলন।
বিদায় হে লাইলাতুল কদরের মহিমান্বিত মাস
হাজার বছরের চাইতে তোমার মর্যাদা অতি খাস,
গুনাহগার পারিনি দিতে তোমায় যথাযথ সম্মান
তাইতো ব্যথিত হৃদয় আজ শোকে মুহ্যমান।
ভীতি আর প্রীতির মিশ্রতায় করি ফরিয়াদ প্রভুর দরবারে
সিয়াম সাধনায় সকল ভুল-ভ্রান্তির চাই ক্ষমা বারে বারে,
কবুল করুন মোদের রমজান আর ইবাদত ওহে দয়াময়
সুস্থ দেহ-মনে পাই যেন আগামী রমজান দিওগো সময়।
##