তুমি একদিন আসবে ফিরে..
নেশার বীভৎস অন্ধকার গলি পেরিয়ে
আলোর পথের যাত্রী হয়ে।
তুমি একদিন আসবে ফিরে..
অপসংস্কৃতির প্রবল স্রোতের বিপরীতে
সুস্থ সংস্কৃতি চর্চার অকুস্থলে।
তুমি একদিন আসবে ফিরে..
ভ্রান্তির সকল আবেদন উপেক্ষা করে
পরিশুদ্ধ চেতনার সুতীব্র অনুরণনে।
তুমি একদিন আসবে ফিরে..
মুক্তির মশাল হাতে সফলতার মিছিলে
সত্য-সুন্দরের হৃদয়গ্রাহী আহবানে।
তুমি একদিন আসবে ফিরে..
নিষ্পেষিত জনতার সাহসী প্রেরণা হয়ে
জালিমের বুকে কাঁপন ধরাতে।
তুমি একদিন আসবে ফিরে..
মানব রচিত মতবাদের ভ্রষ্টনীতি ছেড়ে
কালজয়ী আদর্শের সেনানী হয়ে।
তুমি একদিন আসবে ফিরে..
মুয়াজ্জিনের প্রিয় আজানের হৃদয়াগ্রাহী সুরে
নিবেদিত অন্তঃকরণে মসজিদের পানে।
তুমি একদিন আসবে ফিরে..
খালিদ বিন ওয়ালিদের পথ ধরে
দ্বীনের পথে গাজী-শহীদ হয়ে।
যুবক! তোমাকে বলছি..
তুমি পারো রুগ্ন সমাজে পরিবর্তনের টিকা দিতে
তমসার পর্দা সরিয়ে আলোকোজ্জ্বল আগামীর পথ দেখাতে,
তাই প্রত্যাশায় বুক বাঁধি
তুমি একদিন আসবে ফিরে..
শ্বাশত সত্যের বন্দরে,
ঈমানের দীপ্ত আলোকশিখা নিয়ে
চিরশান্তির নীড়ে, ইসলামের ছায়াতলে।
##