ঈদের খুশিতে নাচে না যে মোর মন
পাশে দেখি বঞ্চিত শত জনগণ।
গৃহহারা বন্যার্ত জনের করুন হাহাকার
কেড়ে নেয় মোর খুশির জোয়ার।

কত প্রতিবেশীর জুটেনি নতুন কাপড়
ফুটেনি তাদের মুখে হাসি,
কী করে আমি হই আনন্দে আত্মহারা
কেমনে সুখ সাগরে ভাসি!

বৃদ্ধাশ্রমে শত বাবা-মায়ের করুণ অশ্রু
সন্তানের অবহেলার দহনে
তাদের ফেলে কাকে নিয়ে করবো ঈদ
সালাম করব কার চরণে?

কত নির্যাতিত ভাই রয়েছে কারাগারে
দেখবেনা তারা ঈদের চাঁদ
কার সাথে করব ঈদ শুভেচ্ছা বিনিময়
কার সাথে মিলাবো কাঁধ।

কত সন্তান অপেক্ষায় আছে তার বাবার
যাকে করা হয়েছে গুম,
ঈদের সকালে কে নেবে তাদের ঈদগাহে
কে দেবে কপালে চুম!

পৃথিবীর দেশে দেশে কত মানব সন্তান
ঈদের দিনেও পাবেনা আহার
কী করে উপেক্ষা করি তাদের আর্তনাদ
কেমনে আসবে ঈদ আমার!

আমার ঈদের সকল খুশি করলাম অর্পন
বঞ্চিত আর নির্যাতিতদের তরে
তাদের মুখে যেদিন ফুটবে স্নিগ্ধতার হাসি
ঈদ আসবে সেদিন আমার ঘরে।