আসিবে একদিন শুভ্র সকাল
ঘুচিবে সকল আঁধার,
উঠিবে সেদিন প্রত্যাশার রবি
টুটিবে বাধার পাহাড়।

ভেঙ্গে যাবে অহমিকার বুনিয়াদ
বঞ্চিতদের নির্মম ক্রোধে,
অন্যায়-অবিচার ম্রিয়মান হবে
ন্যায়ের ঝলমল রোদে।

লুকাবে সকল শকুনের দল
পালাবে শেয়াল, কুকুর!
ক্ষমতার আঁচল ভস্ম হবে
পড়বে পিঠে মুগুর!

মজলুমের রক্তে জাগবে শিহরণ
বাজবে প্রতিবাদের বীন,
দ্বীপ্তিময় হবে সত্যের আলো
মিথ্যেরা হবে ক্ষীণ।
##