আজকাল সবকিছুতে যেন মেকি মেকি ভাব
এই সময়ে নিখাদ কিছুর বড়ই যে অভাব,
কারো সাথে কারো যেন নেই আজ সদ্ভাব
অসত্য আর অসুন্দরে পূর্ণ মোদের স্বভাব।
হাসি যেন হাসি নয় লাফিং গ্যাসে ভরা
বিশ্ব লয়ে মানবতার চলছে চরম খরা,
অবয়বে মানুষ হলেও বিবেক যেন মরা
নষ্ট কবির হাতে আজ জীবন খাতার ছড়া।
গ্লিসারিনের কৃ্ত্রিম কান্নায় ছলছল চোখ
নিজ স্বার্থের তরে থাকে সদা উন্মুখ,
যত বড় অন্যায় করুক কাঁপেনা বুক
অবৈধ পথে খুঁজে বেড়ায় সর্বপ্রকার সুখ।
মুখের উপর যত দরদ আর ভালোবাসা
অন্তরে লুকিয়ে থাকে ভিন্ন রকম আশা,
দূর্বলতার সুযোগ নিয়ে খেলে নিত্য পাশা
মানব মাঝে তারাই ভ্রষ্টতার চাষা!
##