এবার তোরা সত্যি করে সত্য বল
ভণ্ডামি ছেড়ে দিয়ে সৎ পথে চল,
আর কত মধু খাবি চাটুকারের দল
দূর্বলকে মেরে তোরা কত হবি সবল!
মুখের সাথে অন্তরের নেই যে মিল
কথার সাথে কাজের যে বড় অমিল,
মিথ্যে আর পাপে ভরা তোদের দিল
সময় হলে টিকই তোরা খাবি ঢিল!
কালের সাথে হয়তো তোরা বড় ফিট
আসলে তোরা এই সমাজের নষ্ট কীট,
আপন স্বার্থে সবার সাথে করিস চিট
তাই তো বলি তোদের বহুরূপী গিরগিট!
##