প্রভাত রবির রক্তিম আভায়, জান্নাতি সমীরণ বহিল ধরায়
পুলকিত আজ কুল কায়েনাত, ফুলেরা সব খুশবো ছড়ায়।
পূণ্যময় শশীর পূর্ণ আলোয় বিদূরীত হলো জগতের অন্ধকার
ধরনী মাঝে এলেন আজ বিশ্ব মানবতার মুক্তির রূপকার।
আরবের মরুশ্মশানে আজ বয়ে গেল অতুল্য রহমতের ফল্গুধারা
পাশবিকতার নগ্ন উদ্যানে নেমে এল ঐশী প্রেমের বারিধারা।
আকাশে বাতাসে আজ খুশির ঢেউ, ফেরেশতারা গাহে গান
মিথ্যার নিকষ কালো ভেদিয়া জগতে ছড়ালো সত্যের আহবান।
অত্যচারের কলুষিত বায়ুতে যখন ধূমায়িত ছিল সুনীল গগণ
আত্মকলহের প্রাচীর ডিঙিয়ে তুমি রচিলে মানবিক এক ভুবন।
বিপন্ন মানবতার ত্রাতা হয়ে সাম্যের সমাজ করেছ গঠন
অনুপম চরিত্রের মাধুরী দিয়ে জয় করেছ বিশ্ববাসীর মন।
শাফায়াতে কান্ডারি তুমি, মকামে মাহমুদের সর্বোচ্চে তোমার স্থান
রাব্বুল আলামীন ভালোবেসে তোমায় হাউজে কাউসার করলেন দান।
গুনাহগার উম্মত, কোন উপমায় করিব বর্ণন তোমার গুণগান
ওয়ারাফা’না লাকা জিকরাক বলেছেন কোরানে আল্লাহ মহান।
##