এই তো সেদিন এলাম  ভবে
মাত্র তো ক’টা দিন,
কত কাঙ্খিত ছিল সেই আগমন
বাজলো কত খুশির বীণ।

মায়ের কোল থেকে হামাগুড়ি দিযে
হোচট খাওয়ার দিন পেরিয়ে,
বন্ধুর পথে ঘাত-প্রতিঘাত ঠেলে
জীবনের প্রহর যাচ্ছে গড়িয়ে।

ভোগের তীব্রতা, বিলাসী স্বপ্নের বিভোরতা
লোচনে দিয়েছে রঙিন আচ্ছাদন,
বুঝিনি কখন ডুবেছে মোর জীবনতরী
কর্তব্যকর্ম হয়নি যে সম্পাদন!

উন্মগ্ন সময়ের উদভ্র্রান্ত খেলায় মত্ত
প্রবঞ্চনার জালে বন্দি চিত্ত,
প্রভুর দাসত্বে করিনি সমর্পণ অস্তিত্ব
পরিণাম তাই সৃষ্টির ভৃত্য।

ভাবিনি কখনো আসিবে ডাক সহসা
ভুলিয়া বসেছি প্রভু বন্দনা,
মৃত্যুদূত নাড়ছে কড়া দিচ্ছে হাতছানি
তড়িঘড়ি তাই ক্ষমা প্রার্থনা।

সময় অনেক বয়সই বা কত
এমন ভাবনায় ছিলাম মত্ত
মিথ্যে অহমিকায় সত্যকে করিনি আলিঙ্গন
সকল অর্জন তাই ব্যর্থ!
##