নিরন্ন-বুভুক্ষু মানুষের মুখে তুলে দিতে পারিনি একমুঠো ভাত
পথ-শিশুদের অসহায়ত্বে বাড়িয়ে দিতে পারিনি আমার হাত।
থামাতে পারিনি যুদ্ধ-বিগ্রহ, অন্যায়-অবিচারের মহাপ্রলয়
গড়তে পারিনি প্রজন্মের তরে নিরাপদ সুন্দর কোন আলয়।
শোষক -জালিমের বিরুদ্ধে বলিনি কিছু, করিনি প্রতিবাদ
নীরবে সয়ে গেছি জগাখিচুড়ি মার্কা ভ্রান্ত সকল মতবাদ।
নির্যাতিত নিপীড়িত মানুষের তরে রাখিনি কোন অবদান
মানুষ হয়েও অথর্বের মতো সয়ে গেছি মানুষের অপমান!
ঠেকাতে পারিনি সুদ-ঘুষ আর দূর্ণীতির অনিয়ন্ত্রিত খেলা
সময়ের স্রোতে গা-ভাসিয়ে কাটিয়ে দিলাম আপন বেলা।
পারিনি রুখে দিতে দেশে-দেশ মানবতার চরম বিপর্যয়
নিলর্জ্জের মতো থাকিয় দেখেছি মজলুমের শোকার্ত হৃদয়!
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে করিনি কখনো সৎ সাহস
সত্য-মিথ্যা আর সাদা-কালোর সাথে নিত্য করেছি আপস।
যেখানে যা বলার বলিনি কখনো, নিজ স্বার্থে ছিলাম বিভোর
বিশ্বব্যাপী এত মানবিক বিপর্যয় তবু ঘুমিয়ে থাকি অঘোর,
নির্মমতার উম্মাদনায় শান্তির সকল পথ হয়েছে আজ রুদ্ধ
মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব কোথায়, অন্যায়ের বিরুদ্ধে যদি না করি যুদ্ধ!
##