অবনি বুঝি আর ফিরিবেনা আগের ছন্দে
পাল্টে গেছে জীবনের হিসেব দ্বিধা-দ্বন্ধে।
মিটিবেনা কি অমানিশার এই কালো ঘোর
আর কত দেরি আসিতে প্রদীপ্ত ভোর।
চারিদিকে কেবল বাড়িছে হতাশা সবার মাঝে
নিত্য শুনি মৃত্যুর কোলাহল সকাল-সাঁঝে।
গাঁয়ের মাঠে কি আর খেলিবেনা শিশুর দল
থেমে যাবে কি স্কুল ছুটির সেই কোলাহল।
উৎসবে আনন্দে পারবোনা বুঝি হতে মাতোয়ারা
আজন্মের পরিচিত পথেও জীবন ছন্দ হারা।
কেবলি প্রলম্বিত হচ্ছে অভিশঙ্কিত সময়ের প্রহর
পুঞ্জীভুত চিন্তার অন্তরালে নিষ্প্রভ মানব শহর।
অতিশয় দূর্বল মোরা পারিনা সইতে আর
অবারিত কর বান্দার তরে রহমতের দ্বার।
ক্ষমা কর ওগো আল্লাহ আমরা গুনাহগার
ধুলায় মিশেছে আজি সভ্যতার সকল অহংকার।
##