পূর্ণতা কখনো ভালোবাসা অনন্ত করতে পারে না
ইতিহাস গড়তে পারে না
বিচ্ছেদেই ভালোবাসার পূর্ণ সাধ।
ইতিহাসে যে প্রেমীক-প্রেমীকাদের
কথা আমরা শুনে এসেছি,
দেবদাস-পাড়ু, শাজাহান-মমতাজ, লায়লা-মজনু
আর কতো অপূর্ণ প্রেম।
যদি তাতের ভালোবাসা পূর্ণতা পেতো
তাহলে হয়তো আমরা কখনো তাদেরকে
জানতেই পারতাম না।
এমন কজন মানুষ আছে বলুন
যাদের পূর্ণতা পাওয়া প্রেমের ইতিহাস গড়া হয়েছে!
তাহলে কি অপূর্ণতাই ভালোবাসার অমরত্ব নয়?
সম্পর্ক দূর থেকেই সুন্দর
এইযে না পাওয়ার যে বেদনা
তার প্রতি ভালোবাসার অনুভব এটা থেকে যাবে
সারাজীবন।
যদি পূর্ণতা পেতো তাহলে হয়তে সময়ের সাথে
ভালোবাসারও রং বদলে যেতো কারণে অকারণে।
এইযে বুকের ভেতরে চিন-চিনে ব্যথা
যা সাক্ষী দেয় আমাদের ভালোবাসার
এটাই কি অনন্ত প্রেম নয়?
ভালোবাসার অমরত্ব নয়?