তুমিও কেনো এতো ভালোবাসলে আমায়
বলতে পারবে?
যদি চাইতে একটু ঘৃণা স্বার্থপরতা অবহেলা
উপহার দিতে পারতে।
এই দেখ কতো প্রেমীকা
তার প্রেমীক'কে ছেড়ে চলে যায় শুধুমাত্র
ধনী আর উচ্চবিত্ত স্বামী পায় বলে। তুমিও চাইলে
কিছুটা এমন করতে পারতে আমার সাথে।
একটু অবহেলা করলে হয়তো সেই ক্রোধের
আগুনে পুড়ে জীবনে অনেক কিছু করা হতো।
নিঃসঙ্গ রাত আমাকে আর পেতো না,
বেইমান বলে ভুলে যেতাম
তোমার সাথে কাটানো স্মৃতিচিহ্ন সময়গুলো।
তুমি যে আমাকে শুধু ভালোবাসা দিয়েছো
যার মর্ম বুঝতে পারিনি, তাই তুমিহীনতায়
শূন্য জীবন পার করছি।
যদি তুমি বলতে কি আছে তোমার
শুধু শুকনো ভালোবাসা ছাড়া,
এমন গরিব ভালোবাসা দিয়ে কি করবো আমি।
একটু হলেও ছলনা করতে পারতে,তাহলে হয়তো
আজ জীবনের পথটি ভিন্ন কিছু হতে পারতো।
তুমি কি বলতে পারবে
কেনো আমার মতো গরিবকে এতো ভালোবাসলে?
কি আছে আমার মধ্যে শুধু হৃদয় ভরা
ভালোবাসা ছাড়া, আমি যে গরিব প্রেমীক।
তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার নেই।
তবুও কেনো এতো ভালোবাসলে আমায়?
হয়তো তোমার দেওয়া ছলনার দোহাই দিয়ে
আকাশ ছোঁয়া সফলতা গড়ে বলতাম শুধু
তোমার অবহেলার জন্যই আমার এই পরিবর্তন।
পারতে না একটু অবহেলা করতে?
তুমিও কেনো এতো ভালোবাসলে আমায়?
যারা প্রচন্ড ভালোবাসা পায়
তারা ভালোবাসা ধরে রাখতে পারে না
আমিও তাদের মতোই পাপী।
তোমাকে কেন্দ্র করে নিজের পাপ মাপি।
তোমার ভালোবাসায় আজ আমি নিঃস্ব অসহায়
তোমার সাথে করা অন্যায় বুঝতে না পাড়া
ভুলগুলো প্রতিনিয়ত অনুভব করায়
না পাওয়ার বেদনা।
সময়ের স্রোত যতো বেশি তীব্র হচ্ছে
তোমার প্রতি আমার ভালোবাসাও বেড়ে যাচ্ছে।
তুমিও কেনো এতো ভালোবাসলে আমায়?
পারতে না কি একটু অবহেলা করতে?