তুমি চলে যাওয়ার পর নিজেকে অনেক কষ্টে
গড়তে শুরু করেছি একটু একটু কাদামাটি দিয়ে,
তীব্র রোদে পুড়ে শক্ত হয়েছি, জীবনে আসতে থাকা
প্রচন্ড ঝড় আমাকে আর ভাঙতে পারে না।
হঠাৎ যখন এক পলকের জন্য আবার
দেখা দাও এসে,যেন বৃষ্টির মতো অশ্রু ঝরে দু'নয়নে,
ধিরে ধিরে নষ্ট হতে থাকি আমি।
নিজেকে বেঁধে রাখতে পারি না,
শুরু হয় মনের অসুস্থতা,মাথা ব্যথা,জ্বর,নির্ঘুম রাত,
সমস্ত কাজকে ছুটি দিয়ে শুধু
তোমার বিরহেই কাতর হয়ে বসে থাকি।
তুমি বলতে পারবে কেনো এমনটা হয়,
কখনো কি এর থেকে মুক্তি পাব না আমি।
তুমি আমাকে ছেড়ে বেশ ভালোই আছো,
তাহলে আমি কেন পারি না ভাল থাকতে ?
কেন তোমাকে দেখলে থমকে যায় আমার পৃথিবী,
এলোমেলো হয়ে যায় সবকিছু
এর উওর আমি খুঁজে পাই না,
তুমি কি দিতে পারবে এর সঠিক উওর।
কেন তোমাকে দেখে হারিয়ে যাই সেই অতীতের
ভালোবাসাময় স্মৃতিতে, ভুলতে পারি না
তোমার সেই তাকিয়ে থাকা মায়াবী চোখের দৃষ্টি।
সুমধুর কন্ঠে বলেছিলে ভালোবাসি,
সেই কন্ঠ কেন আজও আমার কানে বাজে
অদৃশ্য ছাঁয়া হয়ে।
তুমি ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেছ,
আমি কেন পারি না ?
সব কষ্ট কি আমার জন্য রেখে গেলে।
মানুষ যাকে ভালোবাসে তাকে কি কখনো
কষ্ট দিতে পারে, যদি না পারে। তাহলে
তুমি কি সত্যিই ভালোবেসেছিলে ? নাকি
সব আয়োজন আমাকে কষ্ট দেওয়ার জন্যই ছিল।
এমন হাজারো প্রশ্নের উত্তর আমার জানা প্রয়োজন,
তুমি শেষ বারের মতো
একটিবার আমার নিকটে এসে বসবে ?
হৃদয়ে পাহাড়ের মতো জমে থাকা
প্রশ্নগুলোর উওর দিবে?