ওগো প্রিয়ে, কবে তুমি আসিবে খুলি হৃদয়ের দ্বার,
সকল বন্ধন করিয়া ছিন্ন, হইবে কেবলি আপনার।
তৃষ্ণা জাগিছে মনে, দেখা হইবে তোমা সনে।
ভাবিয়া ভাবিয়া কত স্বপ্ন আঁকিয়াছি দুই নয়নে।
মানে না যে আপন হিয়া, অপেক্ষা করিতে ওগো প্রিয়া।
আসিবে কখন বক্ষে, ভরিয়া উঠিবে প্রাণ মহা সুখে।
তৃষ্ণা যে বাড়িয়া চলিছে, ভাঙিছে নদীর পার,
ওগো প্রিয়ে, কবে তুমি আসিবে খুলি হৃদয়ের দ্বার।
ওগো সখী, তোমার ওই মুক্তো ঝরা হাসি,
কাজল-কালো মায়াবী আঁখি।
তুলিয়াছে হৃদয়ে বাঁধ ভাঙা ঢেউ,
তাহা শুধু জানে এই-হৃদয়, না জানে অন্য কেউ।
আর কতো রজনী, কতো নিশিদিন, কাটিবে তুমিহীন।
তোমা তৃষ্ণা আপনার মাঝে হইবে অবসান,
কাছে না পাহিয়া তোমায়, হৃদয়খানি মোর বড় ম্লান।
ওগো প্রিয়ে, কবে তুমি আসিবে খুলি হৃদয়ের দ্বার,
সকল বন্ধন করিয়া ছিন্ন, হইবে কেবলি আপনার।