রয়েছি বসে আজও একেলা' পথিকের শেষে,
যেখানে দূর পানে ফোন-কল এসেছিলো
পথে যেতে যেতে।
তাঁকিয়ে দেখি আসে-পাশে
কেউ নেই দূর থেকে দূরে,
হঠাৎ কে যেন আলতো করে
ডাকলো মধুর সুরে।
ছিল সরিষায় ঘেরা
সেই গোধূলির বিকেল বেলা,
হয়েছিল যেন আমাদের
একরাশ ভালবাসার মেলা।
কোথায় হারিয়ে গিয়েছে সেই সুখে ভরা ক্ষণ,
কিভাবে রয়েছি স্মৃতি'তে বন্দী
জানে শুধু আমার এই মন।